রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

আজ সপ্তমী; মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৩:৫০

নিজস্ব প্রতিবেদক:

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনিতে যেন উচ্চারিত হচ্ছে বাঁধভাঙা আনন্দের জোয়ার।

শুক্রবার(২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। বিশেষ রীতি মেনে শুরুতে স্নান করানো হয় মা দুর্গাকে। এসময় দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা উপচারে পূজা অনুষ্ঠিত হয়।

এরপর দান করা হয় দেবীর তৃতীয় চক্ষু। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয় পূজার প্রথম অঞ্জলি। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করেন ভক্তরা।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল বলেন, সপ্তমী, মহাষ্টমী, নবমী সবগুলো দিনই আমাদের জন্য আনন্দের। স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার শুধু নিয়মের পূজো করবো।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top