টোকিও অলিম্পিক

অলিম্পিকে থম্পসনের ‘ডাবল-ডাবল’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ১৯:৩১

অলিম্পিকে থম্পসনের ‘ডাবল-ডাবল’

এলেইন থম্পসন-হেরা নাম লিখলেন স্প্রিন্ট গ্রেটদের তালিকায়। টোকিও অলিম্পিক গেমসে মেয়েদের ১০০ মিটারের পর ২০০ মিটারেও স্বর্ণ জিতলেন এই জ্যামাইকান স্প্রিন্টার। প্রথম নারী হিসেবে ‘স্প্রিন্ট ডাবল’ ধরে রেখে ইতিহাস গড়লেন তিনি।

২৯ বছর বয়সী থম্পসন দৌড় শেষ করেন ২১.৫৩ সেকেন্ডে। ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার্সের দীর্ঘ দিনের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি মাত্র ০.১৯ সেকেন্ডের জন্য তিনি। তবে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে দৌড় শেষ করার কীর্তি গড়লেন থম্পসন।

শনিবার ১০০ মিটারে স্বর্ণ জেতেন তিনি। পাঁচ বছর আগে রিওতে প্রথমবার এই দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হন থম্পসন এবং তা ধরে রাখলেন এবারো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top