বঙ্গবন্ধু এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর ওয়ালটন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০২:২০

তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের এই আয়োজনের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু তৃতীয় এশিয়ান সাভাতে প্রতিযোগিতা-২০২২’।
যেখানে এশিয়ার ১৫টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত ৭-৮টি দেশ আসতে পারে। এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। সোমবার (৩ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সাভাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু তৃতীয় এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ ১২ জানুয়ারি থেকে শুরু হবে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন গ্রুপ। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। তৃতীয় এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপে এশিয়ান ১৫টি দেশ অংশ নেওয়ার কথা ছিল। সোমবার পর্যন্ত ইরান, উজবেকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও জাপান প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সম্ভাব্য তালিকায় আরও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও চাইনিজ তাইপে।’
প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘শুরু থেকেই ওয়ালটন গ্রুপ সব ধরনের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে নতুন নতুন খেলাকে প্রমোট করতে কাজ করে ওয়ালটন পরিবার। সাভাতে যদিও নতুন কোনো খেলা নয়, এক সময় অলিম্পিকে ছিল। সে কারণে চলতি মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু তৃতীয় এশিয়ান সাভাতে প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছি।’
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।