বৃহঃস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

দীর্ঘদিন পর পুরনো রূপে বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪০

দীর্ঘদিন পর পুরনো রূপে বার্সা

দীর্ঘদিন পর স্বরূপে দেখা গেল বার্সেলোনাকে। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছে ৪-২ গোল ।

ম্যাচের শুরুর আট মিনিটেই ইয়ানিক ক্যারাসকোর গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। তবে মিনিট দুয়েক বাদেই জর্ডি আলবার গোলে সমতায় ফেরার পর ২১ মিনিটেই বার্সা লিড নেয় মিডফিল্ডার গাভির গোলে। ৪৩ মিনিটে রোনাল্ড আরোহোর গোলে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে দানি আলভেসের গোলে আরও বার্সা এগিয়ে যায়। যদিও ৫৮ মিনিটে লুইস সুয়ারেসের গোলে ব্যবাধান কামায় মাদ্রিদ। শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় পায় বার্সেলোনা।

এই জয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে আসল বার্সেলোনা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেল আতলেতিকো মাদ্রিদ।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top