বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে দর্শক ফিরছে মাঠে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২৯

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে দর্শক ফিরছে মাঠে

শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। করোনার বিধিনিষেধের কারণে এর আগে মাঠে দর্শক প্রবেশের সুযোগ না পেলেও এই সিরিজে দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন খেলা। তবে দর্শক থাকবে সীমিত সংখ্যক।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু) বলেন, ‘বিপিএলে যেমন সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ হাজার দর্শক প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা চাচ্ছি দর্শক থাকুক এবং সেটা ৫০ ভাগ। ধারনা করা যাচ্ছে চট্টগ্রামে ৩ থেকে ৪ হাজার ও ঢাকায় ৫ হাজার দর্শক থাকার সুযোগ পাবে। তারপরও আমরা চেষ্টা করছি সরকারের কাছে থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগের অনুমতি আনার।’

তিনি আরও বলেন, ‘আসলে খেলোয়াড় ও স্টাফরা কঠোর বায়ো বাবলের মধ্যে থাকেন। আপনারা জানেন অনেক সময় ছক্কা হলে নিচের গ্যালারিতে গিয়ে পরে। সেখানে যদি দর্শক থাকে এবং তারা যদি বল কুড়িয়ে মাঠে ফেরত পাঠায় তাহলে বায়ো বাবলের ক্ষতি হতে পারে। তাই বিপিএলের মতো বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও নিচের গ্যালারিতে দর্শক বসার সুযোগ পাবেন না। সেটা ৩/৪ হাজার দর্শকের জন্য যেমন প্রযোজ্য, তেমনি যদি ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগও পায় সেটার সেক্ষেত্রে প্রযোজ্য।’

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top