সোনা জিতলেন রোমান-নাসরিন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০২:২৭

আরচ্যারিতে সাফল্য এনে দিলো বাংলাদশে। থাইল্যান্ডে এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ শনিবার (১৯ মার্চ) মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে তারা। রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।
রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে নাসরিনের। কিছুক্ষণ পর নাসরিন, দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে স্বর্ণের লড়াইয়ে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল।
যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম। ফলে সেই ফাইনালে স্বর্ন বাংলাদেশেই আসছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।