শ্রীলঙ্কাকে ৭৬ রানে গুটিয়ে নিউজিল্যান্ডের
শাকিল খান | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০০:৩৭
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ম্যাচটি ছিল জন্য শ্রীলংকার জন্য বাঁচা-মরার। কারণ আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য জয়ে বিকল্প ছিলো না। আর সেই ম্যচে লঙ্কানদের ৭৬ রানে অলআউট করে ১৯৮ রানে জিতেছে টম ল্যাথামের দল।
আজ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সব কটিতে জিতলে লংকানরা পেতো বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। কিন্তু উল্টো বিধ্বস্ত হলো শ্রীলংকা।
অকল্যান্ডের ইডেন পার্কের এই ম্যাচে লঙ্কানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কিউইরা। ১৯৮ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট দখল করেন পেসার হেনরি শিপলে। কিউইদের হয়ে আরও ২টি করে উইকেট পান ড্যারেল মিচেল ও ব্লাইর টিকনার।
এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের ফিফটি ও অন্য ব্যাটারদের মাঝারিমানের সংগ্রহে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে থামে নিউজিল্যান্ড। অ্যালেন ৪৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন। অভিষিক্ত রচীন রবীন্দ্র ৫২ বলে ৪৯ রান করেন। মিচেলের ব্যাট থেকে আসে ৪৭ রান।
শ্রীলঙ্কা বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পেয়েছে চামিকা করুনারত্নে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।