টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শাকিল খান | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ১৯:৪৪
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১০টায় খেলা শুরু হয়। তামিম ইকবালকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও তিনি খেলছেন।
হোম অব ক্রিকেটে আইরিশদের বিপক্ষে ৩ পেসারের সঙ্গে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবাদত হোসেন আর খালেদ আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে একাদশে আছে শরিফুল ইসলাম। আইরিশদের বিপক্ষে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে খেলছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল এই টেস্টে আক্রমণাত্বক ক্রিকেট খেলতে চায় এমনটি জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এই অলরাউন্ডার দাবি করেন রান করাটাই আসল কাজ। মিরাজ যেমনটা বলছিলেন, ‘একটা জিনিস যদি দেখেন, বর্তমানে কিন্তু সব ফরম্যাটেই আক্রমণাত্বক ক্রিকেট হচ্ছে। টেস্ট ক্রিকেটও এখন আক্রমণাত্বকভাবে খেলা হচ্ছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেটটা খেলা। দিন শেষে রান করাটাই আসল কাজ। সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কিনা, ১০০ করছে কিনা - এটাও অনেক গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মারে কমিন্স, জেমস ম্যাককলাম, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
বিষয়: আয়ারল্যান্ড বাংলাদেশ টেস্ট টস News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।