ইনিংস হার এড়াতে লড়ছে আইরিশরা

শাকিল খান | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ২০:৫৪

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন সকালে মাঠে নেমেছে বাংলাদেশ। সকাল থেকে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এদিন বাংলাদেশের প্রাপ্তি বলতে ১টি মাত্র উইকেট। আগেরদিন বিকেলে ৪ উইকেটে তুলে নিয়ে আইরিশদের ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ফেলেছিলো টাইগার বোলাররা। আজ সকালে আইরিশ ব্যাটারদের তেমন কোন বিপদে ফেলতে পারেনি তারা। মাত্র ১ উইকেট খুইয়েই লাঞ্চে গেছে সফরকারীরা। লাঞ্চের আগে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান।

আইরিশদের ইনিংস এগিয়ে নিচ্ছেন পিটার মুর ও হ্যারি টেক্টর। দ্বিতীয় দিনে কোনো বিপদ ছাড়াই শেষ করেন তারা। এ দুজন তৃতীয় দিনের সকালটাও সামলেছেন দারুণভাবে। দুজনের জুটিতে রান কম এলেও আশা বাড়ছিল আয়ারল্যান্ডের। কিন্তু শরিফুল ইসলামের বলে ধৈর্যহারা হন পিটার মুর। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৩ চারে ৭৮ বল খেলে ১৬ রান করে সাজঘরে ফেরত যান মুর। ভাঙে টেক্টরের সঙ্গে তার ১৫৪ বলে ৩৮ রানের জুটি। 

জুটি ভাঙলেও পথ হারায়নি আয়ারল্যান্ড। টেক্টরের সঙ্গী হয়ে দারুণ খেলছেন লরকান টাকারও। তিনি হচ্ছেন কিছুটা আক্রমণাত্মক হয়েও। এবাদত হোসেনের ‘শর্ট বলের’ ফাঁদ তিনি পুল করে সামলেছেন। লাঞ্চের বিরতি অবধি ৪ চারে ৪৩ বলে ২৪ রান টাকারের। ৫ চার ও ১ ছক্কায় ১৩২ বলে ৪৩ রান করেছেন টেক্টর।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top