তাওহিদ হৃদয়ে মুগ্ধ নিক পোথাস
শাকিল খান | প্রকাশিত: ২ জুন ২০২৩, ২৩:৪০
অভিষেক ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা ৬টি ওয়ানডেতে দুই ফিফটিসহ হৃদয়ের মোট রান ২৪৯। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেই সবার নজরে আসেন তরুণ এ ক্রিকেটার। ৫ ফিফটিসহ ১৪০ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেন হৃদয়। তাকে নিয়ে ব্যাপক আশাবাদী নতুন সহকারী কোচ নিক পোথাস।
এই ব্যাটসম্যানকে ঘিরে বড় আশা পোথাসের। বাংলাদেশের দায়িত্ব পোথাস খুব বেশিদিন হলো নেননি। কিন্তু অল্পকয়েক দিনেই হৃদয়কে মনে ধরেছে তার, ‘প্রথমেই যেটি জোর দিয়ে বলতে চাই, সে (হৃদয়) দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য এবং সফল হওয়ার তাড়নাটা আছে। একইসঙ্গে স্কিলও অনেকৃ অনেক বেশি। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, এই স্কিল নিয়ে ওর অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে৷ এটি আমি বিশ্বাস করি।’
‘তবে দিন শেষে আমরা যে খেলাটা খেলি, তা ফলনির্ভর। তাই দলের মধ্যে আমরা যারা সাপোর্ট স্টাফ আছি, তাদের এটি নিশ্চিত করতে হবে, সে নিজের প্রতিভার সর্বোচ্চটা কাজে লাগাতে পারে। এখন পর্যন্ত (হৃদয়কে) যা দেখেছি, খুবই রোমাঞ্চকর।’– যোগ করেন পোথাস।
আন্তর্জাতিক ক্রিকেটে সে নতুন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের মধ্যে পার্থক্যটা হলো, বোলাররা দুর্বলতা বের করে ফেলতে পারে। কারণ তারা একই জায়গায় টানা বোলিং করতে পারে। এসব সমস্যা সমাধান করার স্কিল ও সামর্থ্য হৃদয়ের আছে। খুব বেশি ক্রিকেটার নেই, যারা আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তার মতো খেলতে পেরেছে। এটি সহজাত ব্যাপার। হৃদয়ের ওয়ার্ক এথিক অনেক উঁচুতে। সে কী করতে পারে সেটা নিয়ে আমি রোমাঞ্চিত।'
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।