• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আনুষ্ঠানিক অনুশীলনে টাইগাররা

শাকিল খান | প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৮:১১

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজকে সামনে রেখে  আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই অনুশীলন। একই দিন অনুশীলনে নামবে আফগানিস্তানও।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুশীলন চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে অনুশীলনে নামবে আফগানিস্তান দল। তাদের অনুশীলন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইনজুরি আতঙ্ক থাকলেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তামিম ইকবাল। পিঠের ইনজুরি ফিরে আসায় টেস্টে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তার। যদিও তার ইনজুরির বিষয়ে মুখ খুলতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তবে বোর্ডের মেডিকেল ইউনিট বেশ আশাবাদী বাঁ-হাতি এই ওপেনারকে টেস্টে পেতে।

এর আগে, শনিবার দুইভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে পৌঁছায় আফগানিস্তান দল। শ্রীলঙ্কা থেকে প্রথম দফায় বেলা ১১টায় আসেন দলের ১০ সদস্য। বাকিরা আসেন দুপুর পৌনে ১২টায়।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত ওমরজাই, সায়েদ শিরজাদ।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top