ফের রংপুর রাইডার্সে সাকিব
শাকিল খান | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১৯:২৫
ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে পেতে মুখিয়ে থাকে যে কোনো দল। বিপিএলও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দলের হয়েই খেলেছেন তিনি। সবশেষ আসরে ছিলেন ফরচুন বরিশালে।
গুঞ্জন ছিল, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএলের দশম আসরে নতুন কোনো দলে দেখা যেতে পারে সাকিবকে। এবার সেটাই সত্যি হলো। বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
মালিকপক্ষের সঙ্গে মন কষাকষির কারণেই নাকি আগামী আসরের রিটেইন ক্রিকেটারের তালিকায় সাকিবকে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগেও রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব। আবারও বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন দেশসেরা এই ক্রিকেটার। দুই বছরের চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর। এক্ষেত্রে আগামী ২০২৪ ও ২০২৫ আসরে রংপুরের জার্সিতে তাকে দেখা যেতে পারে।
বিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে একজন সাকিব। বিপিএলে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব পাঁচটি ফ্রাঞ্চ্যাইজির হয়ে ১০০ ম্যাচ খেলেছেন। ৯৭ ইনিংসে ২৭ দশমিক ৪৬ গড় ও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে করেছেন দুই হাজার ১৪২ রান। অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব। ১০০ ইনিংসে ৬ দশমিক ৫২ ইকোনোমিতে বাঁ-হাতি এই স্পিনারের শিকার ১৩২ উইকেট।
এদিকে আগামী বিপিএলের সময় এখনো নির্ধারিত না হলেও আসছে জাতীয় নির্বাচনের পরই তা শুরু হতে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে বিসিবি পরিচালক ইসমাইল মল্লিক এর আগে বলেছিলেন, ‘জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করব। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলংকা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করব চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।