চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে দেশ ছাড়ল টাইগাররা
শাকিল খান | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৩, ২৩:৫৫
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে।
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারে এশিয়া কাপের মিশনে যাচ্ছে বাংলাদেশ, দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটিই জানান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’
এদিকে ফ্লাইট জটিলতায় দলের সঙ্গে যাওয়া হয়নি তানজিম সাকিবের। পরের ফ্লাইটে চেপে লঙ্কায় যাবেন তরুণ এই পেসার।
৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপের মিশন। টুর্নামেন্ট শুরু আগে এবারে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না টাইগাররা। ক্যান্ডিতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
বিষয়: এশিয়া কাপ বাংলাদেশ ফ্লাইট newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।