অনিশ্চয়তায় লিটনের গ্রুপ পর্বে খেলা
শাকিল খান | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৩, ২০:৩৯

এশিয়া কাপের পর্দা ওঠার দুদিন আগেও জ্বর থেকে সেরে ওঠেননি লিটন। যে কারণে সোমবারও এশিয়া কাপের মিশনে দলের সঙ্গে যোগ দিতে পারেননি টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার। একইসঙ্গে গ্রুপ পর্বে লিটনের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
সোমবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘আসলে এখনকার জ্বর তো একেকজনের ওপর একেকভাবে প্রভাব ফেলে। জ্বরের পর দুর্বলতা থাকতে পারে। সব কিছু মিলিয়ে আমরা ডে বাই ডে দেখবো। এরপর যখন মনে করবো ও প্রস্তুত, তখনই পাঠিয়ে দেব।’
বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।