জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ
শাকিল খান | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩, ১৯:০২

কৃপণ বোলিংয়ে ৩ উইকেট, ব্যাট হাতে ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংস; মেহেদী হাসান মিরাজের এমন দুর্দমনীয় পারফরম্যান্সে অসহায় ছিল আফগানিস্তান। তার এমন পারফরম্যান্সের ওপর ভর করেই ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ জয় তুলে নিয়েছে ৬ উইকেটে। নিজেদের উদ্বোধনী ম্যাচে এমন বড় জয়ে রান রেটও বাড়িয়ে নিল টাইগাররা।
২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১০৫ রানের জয় তুলে নিয়েছিল। ২০১৯ বিশ্বকাপে জয় ৬২ রানের। ২০২৩ বিশ্বকাপেও ৬ উইকেটের জয় তুলে নিয়ে টানা তিন বিশ্বকাপে জয়ের কীর্তি গড়ল টাইগাররা।
১৫৭ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুতেই ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। দলীয় ১৯ রানে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর ২৭ রানে ফেরেন লিটন দাস। এরপর জুটি বাধেন একসঙ্গে বেড়ে ওঠা শান্ত ও মিরাজ। রানের চাকা সচল রেখে ৯৭ রানের জুটি গড়েন এই দুজন। ১২৪ রানের মাথায় মিরাজ ফিরলে ভাঙে এ জুটি। এরপর মাঠে নামেন সাকিব। জয় থেকে যখন ১১ রান দূরে অর্থাৎ ১৪৬ রানের মাথায় আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে ফেরেন সাকিব। তবে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৫৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন শান্ত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।