টাইগারদের সম্ভাব্য একাদশ, আসতে পারে পরিবর্তন
শাকিল খান | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ১৩:৩৮
হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। হিমালয়ের কোলঘেঁষা শীতল আবহাওয়ার পর তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ এসেছে দক্ষিণে সাগরতীরের চেন্নাইয়ে। তাপমাত্রার ব্যবধানটাও হুট করে বেড়ে গেছে, প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিবেশেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে যে ম্যাচটা জেতা টাইগারদের জন্য খুব জরুরি।
ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে একাদশে শেখ মেহেদী হাসানকে সুযোগ দিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। টানা দুই ম্যাচ ব্যর্থ হলেও তানজীদ তামিমকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া কন্ডিশন বিবেচনায় বাড়তি একজন স্পিনারকে দলে নেওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে নাসুমকে সুযোগ দেওয়া হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বিষয়: বিশ্বকাপ বাংলাদেশ টাইগার newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।