মিরাজ-শান্তর বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ
শাকিল খান | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ১৭:৫০

দুই ওপেনারের বিদায়ের পর বড় দায়িত্ব এসে পড়েছিল মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর কাঁধে। কিন্তু সে দায়িত্ব পালন করতে পারলেন না তারা। মাত্র ৪ বলের ব্যবধানে দুজনেই ফিরেছেন সাজঘরে। এতে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
টস জিতে এদিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের প্রথম বলেই ফেরেন লিটন। ট্রেন্ট বোল্টের করা বলে লিটনের ক্যাচ ধরেন ম্যাট হেনরি। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও তিনে নামা মেহেদী হাসান মিরাজ আশা দেখালেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৪০ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে ফেরেন তানজিদ। ফার্গুসনের গতি বুঝতে না পেরে ডেভন কনওয়ের হাতে ক্যাচ তুলে দেন এ ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে বাংলাদেশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।