পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে হাফিজ

শাকিল খান | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৫০

সংগৃহীত

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও সামলাবেন মোহাম্মদ হাফিজ। 

মূলত টিম ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান কোচের কাজ একই হওয়ায় হাফিজকে কোচের দায়িত্বও দিতে যাচ্ছে পিসিবি। 

পাকিস্তানের জার্সিতে ক্যারিয়ারে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ। সব মিলিয়ে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২ হাজার ৭৮০ রান করেছেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার। একই সাথে তার ঝুলিতে উইকেটও আছে ২৫৩টি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top