নারী আইপিএলের ড্রাফটে দুই বাংলাদেশি

শাকিল খান | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮

ছবি: সংগৃহীত

আগামী বছর শুরু হতে যাচ্ছে নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর। যার নিলাম অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে, আগামী ৯ ডিসেম্বর। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। তারা হচ্ছেন পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।

আসন্ন এই নিলামে ১৬৫ ক্রিকেটারের জন্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজির মাত্র ৩০টি স্লট খালি আছে। সেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য ৯টি স্লট রাখা হয়েছে। এর মধ্যে ১৬৫ জনের মধ্যে ১০৪ জন ভারতীয় ক্রিকেটার থাকবেন।

এদিকে এবার নিলামে প্রথম সেটের ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি ধরা হয়েছে। এছাড়া দ্বিতীয় সেটের বেস মূল্য ৪০ লাখ ভারতীয় রুপি এবং তৃতীয় সেটের বেস মূল্য ৩০ লাখ ভারতীয় রুপি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top