বিরল আউট ‘হ্যান্ডেলড দ্য বলের’ শিকার মুশফিক

শাকিল খান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩, ১৫:২০

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় হাফসেঞ্চুরির আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায়।

তবে দলীয় ৪১তম ওভারে বিরল এক আউটের শিকার হন মুশফিক। কাইল জেমিসনের করা চতুর্থ বলে সলিড ডিফেন্স করেন তিনি। কিন্তু বল মাটিতে পড়ে পেছনে চলে যেতে চাইলে হাত দিয়ে থামান মুশফিক। পরে নিউজিল্যান্ড ফিল্ডাররা আবেদন করলে থার্ড আম্পায়ারের নির্দেশে ‘হ্যান্ডেলড দ্য বল’ নিয়মে আউট দেখানো হয় তাকে। এই ব্যাটার ৮৩ বলে ৩৫ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে বাংলাদেশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top