কিউইদের সামনে ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে দাপট দেখিয়ে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেই এলোমেলো এক দলের দেখা মিলেছে। শেষ ম্যাচে কিউইদের ১৩৭ রানের মামুলি লক্ষ্য দিয়েছে লাল-সবুজেরা।

বাংলাদেশের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করার কারিগর কিউই বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। আগের দিনের ১ উইকেট ও আজকের ৫ উইকেট; ইনিংসে মোট ৬ উইকেট তুলে নিলেন তিনি। বাকি ৪ উইকেটের ৩টি মিচেল স্যান্টনারের, একটি টিম সাউদির।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৮ রানের লিড পায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৪ রানে অলআউট হওয়ায় তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৬ রানের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top