এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই-পাপন

শাকিল খান | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপে সেমিফাইনলে খেলার আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সমর্থকদের হতাশ করে টাইগাররা। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতে বিদায় নিতে হয়। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছিল।

বিশ্বকাপের পারফরম্যান্সের কাটাছেড়ার সঙ্গে আলোচনায় আসে আরও নানা বিষয়। এর মধ্যে একটি বেসরকারি টেলিভেশনের খবরে বলা হয়, টুর্নামেন্ট চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

বিসিবি বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিনি একটা টিভিতে প্রচার করার আগে।’

এ ধরনের ঘটনায় ভুল তথ্য ছড়িয়ে পড়ে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতির কাছে। তিনি তখন বলেন, ‘আমি এটা তো বলতে পারবো না। এ প্রশ্ন আমাকে করাটা কঠিন।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top