তামিমকে হটিয়ে দ্বিতীয় সৌম্য, শীর্ষে কে

শাকিল খান | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:২০

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে বাঁহাতি এই ওপেনার শুধু সেঞ্চুরিই করেননি, গড়েছেন কয়েকটি রেকর্ডও।

বুধবারের নেলসনের ম্যাচে সৌম্য নিজের ইনিংস শেষ করেছেন ১৬৯ রানে। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় ম্যারাথন এই ইনিংস সাজিয়েছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। তার সামনে ছিলেন কেবল লিটন দাস। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

তালিকার দুইয়ে উঠে আসার সময় সৌম্য পেছনে ফেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবাল করেছিলেন ১৫৮ রান। যা বাংলাদেশের সেই সময়ের সর্বোচ্চ স্কোর ছিল। এই রেকর্ডের পথে তামিম ভেঙেছেন নিজের রেকর্ডই। সেটাও অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে ৩১৩ রান তাড়া করতে নেমে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম।

তামিমের ১৫৮ রানের সেই সিরিজের পরের ম্যাচে লিটন দাস ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন। এটি এখনও বাংলাদেশের হয়ে সেরা ইনিংস। আজ লিটনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন সৌম্য। তবে শেষ পর্যন্ত পারেননি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top