ধর্ষণ মামলায় দোষী লামিচানে

শাকিল খান | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৬

ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। শুক্রবার আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। 

গত বছরের ৬ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেন ভুক্তভোগী। সেই মামলার শুনানি হয় গত রবিবার। সেখানে দোষী সাব্যস্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা লেগ স্পিনার। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও এর পরের শুনানিতে ঠিক হবে কী শাস্তি পেতে যাচ্ছেন লামিচানে।

নেপাল ক্রিকেটের উজ্জ্বল বিজ্ঞাপন হিসেবে গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন লামিচান। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটেও তার রয়েছে দারুণ সব অর্জন। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top