আইপিএলে সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ড হায়দরাবাদের!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ১২:৪১

ছবি: সংগৃহীত

একটি টি-টোয়েন্টি ম্যাচ, তাতে ১৮ টি ছয় ও ১৯ টি চারের বাউন্ডারি। ২০ ওভার শেষে দলের রান ২৭৭! কি অবিশ্বাস্য মনে হচ্ছে?

কিন্তু এমনটিই ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচে। এটিই এখন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর।

এর আগে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২৬৩। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে এই রেকর্ড গড়েছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচেই ৬৬ বলে ১৭৫ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

মুম্বাই ইন্ডিয়ান্স এর সাথে সানরাইজার্স হায়দরাবাদের পুরো ইনিংসটিই যেন একটি টি-টোয়েন্টি ম্যাচের হাইলাইটস।

কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, সানরাইজার্স হায়দরাবাদ ২৭৭ রানের রেকর্ড গড়লেও এই ইনিংসে কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন।

বিশাল রান পাহাড়ে চাপা পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করে, শেষ পর্যন্ত ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দরাবাদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top