বৃষ্টিতে পণ্ড হতে পারে আইপিএলের উদ্বোধন, ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি
বার্তাকক্ষ | প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৫:২৯

আজ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের আসর। কিন্তু ভক্তদের প্রতিক্ষায় জল ঢেলে যেতে পারে। আছে বৃষ্টির সম্ভবনা।
কলকাতার ইডেন গার্ডেনসে বৃষ্টির কারণে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুই আয়োজনই শঙ্কার মুখে পড়েছে।
শনিবার কলকাতায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশা জাগাচ্ছে সকলের মনে। ইডেনে পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
ফলে ভারী বৃষ্টি হলে তা থামার পর খুব বেশি সময় লাগবে না ম্যাচ শুরু করতে।
শুক্রবার ম্যাচের আগের দিন সন্ধ্যা বেলাতেও কলকাতাতে হয় বৃষ্টি। তাতে কলকাতা এবং বেঙ্গালুরু, কোনও দলই ঠিকমতো অনুশীলন করতে পারেনি।
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচে রিজার্ভ ডে থাকে না।
ফলে বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ করানোর। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতেই হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে।
একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।