সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

নিজেই জানালেন অবসরের আগে শেষ ইচ্ছা

আবার কি বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাকিব?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২২

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কি আবারও লাল–সবুজ জার্সিতে মাঠে নামবেন—সাম্প্রতিক সময়ে ক্রিকেটপ্রেমীদের মনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে অবস্থান এবং জাতীয় দল থেকে দূরে থাকায় অনেকেই মনে করছিলেন, তার জাতীয় দলে ফেরার পথ প্রায় রুদ্ধ। তবে সাকিব নিজেই জানালেন, সুযোগ পেলে তিনি আবারও বাংলাদেশের হয়ে খেলতে চান।

ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’–এর এক পডকাস্টে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে আলাপচারিতায় সাকিব স্পষ্ট করে বলেন, বিদায়ের আগে দেশের মাটিতে ওয়ানডে, টেস্ট ও টি–টোয়েন্টি সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান তিনি।

সাকিব বলেন, “বাংলাদেশে ফিরে তিন ফরম্যাটই খেলে অবসর নিতে চাই। কোন ফরম্যাটে শুরু বা শেষ হবে তা গুরুত্বপূর্ণ নয়। শুধু চাই সমর্থকদের সামনে শেষবার মাঠে নামতে। তাই ঘরের মাঠে একটি তিন সংস্করণের সিরিজ খেলেই বিদায় বলতে চাই।”

তিনি আরও জানান, বিদায়ের মুহূর্তটি তিনি সংরক্ষণ করতে চান কেবলই সমর্থকদের জন্য, কারণ তাদের ভালোবাসাই তার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় শক্তি।

২০২৪ সালের ভারত সফরের পর জাতীয় দলে না থাকলেও সাকিব নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। বর্তমানে তিনি খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি লিগে। তার মতে, এখনো খেলা চালিয়ে যাওয়ার মূল কারণ—দেশের হয়ে খেলার যোগ্যতা ধরে রাখা।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায়—সাকিব কি আরেকবার লাল–সবুজ জার্সিতে মাঠে ফিরবেন, নাকি বিদায়টা হবে বিদেশের মাঠেই? সময়ই দেবে সেই উত্তর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top