টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন দশ হাজার স্বেচ্ছাসেবী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২১, ০০:৫৪
আবারো ধাক্কা খেল টোকিও অলিম্পিক। অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন এবার দশ হাজার স্বেচ্ছাসেবী। তবে, এতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আয়োজক জাপান অলিম্পিকের প্রধান সেইকো হাসিমোতো।
করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ে পর্যদুস্ত হলেও জাপান সরকার এই আসরটি সূচি অনুযায়ী আয়োজনে বদ্ধপরিকর। জনরোষের মুখে পড়লেও তা কানে নিচ্ছে না তারা। এক জরিপে পাওয়া গেছে, ৬০ শতাংশ জাপানিজ অলিম্পিক গেমস বাতিলের পক্ষে।
দেশের মানুষ থেকে চিকিৎসকেরা প্রত্যেকেই এই মুহূর্তে অলিম্পিক গেমস আয়োজনের বিপক্ষে। টোকিও মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে খোলা চিঠি পাঠিয়ে টোকিও অলিম্পিক বাতিল করার আহ্বান জানায়। সেই প্রতিবাদেই সরে দাঁড়িয়েছেন দশ হাজার স্বেচ্ছাসেবী।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।