বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইউএস ওপেন জিতলেন সিওনতেক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০

ইউএস ওপেন জিতলেন সিওনতেক

২০১৬ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে এক বছরে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন পোলিশ তারকা ইগা সিওনতেক। চলতি বছর জুন মাসে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা, এবার টেনিসের নাম্বার ওয়ান তারকা জিতলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।

শনিবারের ফাইনালে তিউনিশিয়ার ওনস জাবিরকে ৬-২, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করে প্রথমবারের মত ইউএস ওপেন ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন ২১ বছোর বয়সী পোলিশ তারকা। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই জাবিরকে সরাসরি সেটে পরাজিত করেন সোয়াইটেক।

এই নিয়ে ক্যারিয়ারের ১০ম শিরোপা জিতলেন এই পোলিশ তারকা। একইসাথে টুর্নামেন্টের ফাইনালে নিজের রেকর্ডকে আরো সমৃদ্ধ করে তুললেন। শেষ ১০টি ফাইনালে একটি সেটও না হেরে তিনি সবগুলোতে জয়ী হয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top