দেশের সাত বিভাগে বৃষ্টির সম্ভবনা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০১:৩৩
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার থেকেই সারাদিন ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার দেশের সাত বিভাগে হতে পারে টিপটিপ বৃষ্টি।
অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর উত্তর তামিলনাড়ু ও এর আশপাশের এলাকায় যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই দুর্বল। পশ্চিমা লঘুচাপটি হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপটি বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
এ কারণে দেশের রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলাসহ সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা কম থাকবে, দিনে বাড়তে পারে। তবে সামুদ্রিক কোনো সর্তকতা নেই।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।