বৃষ্টি বেড়েছে সারাদেশে; সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা সংকেত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক:

বেশ কয়েক দিন বিরতির পর আবারও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রধান কারণ এটি। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি সৃষ্টিকারী মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সারাদেশে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে এটি খুবই সক্রিয় রয়েছে। বায়ু চাপের তারতম্য বিরাজ করায় সাগরও উত্তাল হয়েছে কিছুটা। ঝড়ো বাতাসের আশংকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় কম-বেশি বৃষ্টি হচ্ছে। শুক্রবারও এমন অবহাওয়া অব্যাহত থাকতে পারে। পূর্বভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর ও ময়মনসিংহ বিভাগে হতে পারি হাল্কা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ মেঘলার পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে গেল কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছে হিমালয়ের পাদদেশীয় এলাকায়। বৃষ্টির পানি নেমে আসায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উজানের নদীগুলোতে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দেশের নদ-নদীতে পানি বাড়তে পারে। বিশেষ করে বিপদসীমা অতিক্রম করতে পারে ধরলা ও তিস্তার পানি।

বৃষ্টি কমে গেলে নদীর পানিও কমে যাবে বলে আশা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top