দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে কানাডা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ২৩:৪৮

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

দরিদ্র দেশগুলোকে ২০২২ সালের মধ্যে ২০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। শনিবার (৩১ অক্টোবর) ইতালির রোমে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০ এর সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি আরও জানান, এর মধ্যে এক কোটি ডোজ মডার্নার টিকা যত দ্রুত সম্ভব উন্নয়নশীল দেশগুলোকে সরবরাহ করা হবে।

রোমে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, টিকা উৎপাদনে সাহায্য করতে দক্ষিণ আফ্রিকাকে দেড় কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। এই তহবিল প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র তৈরিতে ব্যবহৃত হবে, যা দিয়ে ওই অঞ্চলটি এমআরএনএ কোভিড টিকা উৎপাদন করতে পারবে।

কানাডার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কানাডা এর আগেই চার কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইতিমধ্যে কোভ্যাক্সের আওতায় কানাডা প্রায় তিন কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে দেশটি অবশিষ্ট টিকার ডোজ সরবরাহ করবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top