জলবায়ু সম্মেলন থেকে ৩০০ জন করোনা পজিটিভ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০২:৫৩
স্কটল্যান্ডের গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে যোগ দেয়া প্রতিনিধিদের মধ্যে থেকে এখন পর্যন্ত অন্তত ৩০০ জন অংশগ্রহণকারীর শরীরে শনাক্ত হয়েছে করোনা। সম্মেলনটিতে যোগ দিয়েছিলেন দু'শোর বেশি দেশের প্রতিনিধিরা।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানিয়েছেন, সংক্রমিতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
সম্মেলন শুরুর আগেও সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ দেখেই সম্মেলনে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল। সেইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। তার পরেও এই সংক্রমণ হয়।
বিশেষজ্ঞদের ধারণা, অনুষ্ঠানে যোগদানকারী অন্তত ৯২ জনের রিপোর্ট নেগেটিভ ছিল ঠিকই, কিন্তু তারা হয়তো সংক্রমিত ছিলেন। পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। এবং এটাও সত্য, বিভিন্ন ছবিতে রাষ্ট্রনেতাদেরই মাস্ক ছাড়া দেখা গিয়েছে সম্মেলনে। এ ছাড়াও গ্লাসগো সম্মেলন চলার সময় একাধিক বিক্ষোভ, জমায়েত হয়েছে সম্মেলন কক্ষের বাইরে।
পাবলিক হেল্থ স্কটল্যান্ড (পিএইচএস) এর তথ্য মতে, পরিস্থিতি আরো খতিয়ে দেখে ডিসেম্বরের শেষে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে তারা।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: জলবায়ু সম্মেলন স্কটল্যান্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।