পৃথিবীর ছবি তুলেছে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৪

পৃথিবীর ছবি তুলেছে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলেছে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপাণ করা ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২। সোমবার (৩১ জানুয়ারি) সেই ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। মহাকাশ থেকে তোলা ছবিতে কোরিয়া উপদ্বীপ এবং আশপাশের এলাকার চিত্র ধারণ করা হয়েছে।

রবিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবরটি প্রথম নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন সম্পর্কে সে সময় কেউই নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি। উত্তর কোরিয়ার সম্প্রচার মাধ্যম কেসিএনএ জানায়, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত হতেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটির ওপরের অংশে লাগানো ক্যামেরা উৎক্ষেপণের সময়, মাঝের ও মহাকাশে থাকা অবস্থার ছবি তোলে।

কেসিএনএ আরো জানায়, উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ ও অঞ্চলগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। তবে রবিবার উৎক্ষেপণের সময় সেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top