কলম্বিয়ায় সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত ১৫ সন্ত্রাসী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৫
কলম্বিয়ায় সশস্ত্র বাহিনীর অভিযানে মঙ্গলবার ক্লেন দেল গলফো নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ১৫ সদস্য নিহত হয়েছেন। গোষ্ঠীটি মাদক পাচার ও অবৈধ খনি কারবারের সঙ্গে জড়িত। বুধবার (২ জানুয়ারি) সামরিক বাহিনী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত বছরের অক্টোবরের পর সন্ত্রাসী গোষ্ঠীটির ওপর সবচেয়ে বড় আঘাত এই অভিযান। ২০২১ সালের অক্টোবরে নিরাপত্তাবাহিনী ক্লেন দেল গলফো'র নেতা দাইরো আন্তোনিও উসুগা ওরফে ওটোনিয়েলকে আটক করে। জানা গেছে, কলম্বিয়ার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত তিনি।
নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, অভিযানটি পরিচালনা করা হয় কলম্বিয়ার অ্যান্টিওকিয়া প্রদেশের ইতুয়াঙ্গো পৌরসভার গ্রামীণ অঞ্চলে। এলাকাটি কোকেইনের মূল উপাদান কোকা চাষের জন্য গুরুত্বপূর্ণ।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: কলম্বিয়া সামরিক বাহিনী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।