সানাউল্লাহকে ধরিয়ে দিলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৩৫

সানাউল্লাহকে ধরিয়ে দিলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। কোনো ব্যক্তি দায়েশের এই নেতার অবস্থান কিংবা এ সম্পর্কিত তথ্য দিতে পারলে তাকে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে।

আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গোলযোগের মধ্যে মার্কিন সেনাদের ওপর বোমা হামলা হয়। ওই হামলার জন্য সানাউল্লাহ গাফারি ব্যক্তিগতভাবে দায় স্বীকার করেন। আগস্ট মাসের ওই হামলায় ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top