কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৪, আহত ৩৫
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৫৫
কলম্বিয়ার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর ভূমিধসে অন্তত নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এ তথ্য নিশ্চিত করে।
দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৪ জন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন একজন। ভোরের দিকে কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ভারি বৃষ্টিতে একটি এলাকায় ঘটে ভূমিধসের এ ঘটনা। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নিয়েছে। জানা গেছে, ভূমিধস কলম্বিয়ার একটি সাধারণ ঘটনা। উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টির পরপরই ভূমিধসের ঘটনা ঘটে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।