বিশ্বের অর্ধেক মানুষ করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা পেয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫০

বিশ্বের অর্ধেক মানুষ করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা পেয়েছে

ইউরোপিয়ান কমিশনের হেল্থ অ্যান্ড ফুড সেফটির প্রধান স্টেলা কিরিয়াকাইডস বলেছেন, ‘বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেককে করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে বিশ্বব্যপী এই টিকা কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য নানা মুখী কার্যক্রমের প্রয়োজন।’

বুধবার (১০ জানুয়ারি) ফ্রান্সে অনুষ্ঠিত গ্লোবাল হেল্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে স্টেলা কিরিয়াকাইডস বলেন, ‘আমরা এখন এমন একটি অবস্থানে রয়েছি যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৫০ শতাংশকে করোনাভাইরাসের পূর্ণডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ১৬৫টি দেশকে ১ দশমিক ৭ বিলিয়ন টিকা প্রদান করেছে ইউরোপ। আমি আগেও বলেছি এবং আজকে আবারো বলছি শুধু টিকা পাঠিয়ে বসে থাকলে হবেনা প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এই কাজটি করে চলেছি আমরা।

তিনি আরো বলেন, 'সবচেয়ে কম টিকা নিয়েছে আফ্রিকার জনগণ। তাদের টিকা দেওয়ার জন্য আমরা প্যাকেজ তৈরি করছি। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্রতিটি দেশের সঙ্গে কাজ করে চলেছে ইউরোপিয়ান কমিশন। এখন আরো বেশি মাত্রায় করোনার টিকা তৈরি করা হচ্ছে। যাতে প্রয়োজনের সময় কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কাজে লাগানো যায়।'

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top