করোনার সকল বিধিনিষেধ তুলে নিলো ওমান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২২, ০১:২৪
মরামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ওমান সরকার আরোপিত সকল ব্যবস্থা ও বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
এ বিষয়ে ওমানে করোনাভাইরাস নিয়ন্ত্রণ সংক্রান্ত সুপ্রিম কমিটি জানিয়েছে যে, সমস্ত জায়গা ও আউটলেটের সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। কারণ, পরিসংখ্যান দেখায গেছে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে হ্রাস পেয়েছে।
কমিটি অবশ্য জনসাধারণকে ভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে।
উপসাগরীয় দেশ ওমানে এ পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ৯৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে।
ওমানের আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত করোনা সংক্রান্ত সকল বিধিনিষেধ তুলে নিয়েছিল।
বিষয়: ওমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।