গুরুতর অসুস্থ পারভেজ মোশাররফ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২২, ২১:৪৪

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।
শুক্রবার (১০ জুন) সাবেক এই স্বৈরশাসকের পরিবারের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।
এক টুইট বার্তায় পরিবার জানায়, পারভেজ মোশাররফ অ্যামাইলয়েডোসিস জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে।'
জেনারেল পারভেজ মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন।
সূত্র: আল-জাজিরা
বিষয়: পারভেজ মোশাররফ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।