শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের সংঘর্ষ

আন্তজার্তিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০১:১৬

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের সংঘর্ষ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিতে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১২জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

শনিবার বিক্ষোভকারীরা প্রাঙ্গণে প্রবেশ করে মন্দিরের গাছগুলো দখলে নেয়। এরপর সেখানে গান বাজনার আয়োজনও করেন তারা। একই সঙ্গে প্রেসিডেন্ট প্যালেস, প্রেসিডেন্সিয়াল সচিবালয়ও দখলে নেয় তারা। এরপর তারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

সূত্র: কলম্বো গেজেট

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top