দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোররাতে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভী নাজিবুল্লাহ হানিফ বার্তা সংস্থা বখতারকে বলেছেন, “কানুর প্রদেশে রোববার রাতের ভূমিকম্পে আর্থিক ক্ষতি ও মানুষের প্রাণহানি হয়েছে”। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি জানান, প্রাথমিক প্রতিবেদনগুলোতে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন।

জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। দেশটি এখনও সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

আফগানিস্তান প্রায়শই ভূমিকম্পে আক্রান্ত হয়। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণীতে, যা ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।

২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় ৩৮০ জন নিহত হয়েছিল।

সাম্প্রতিক আফগানিস্তান আকস্মিক বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top