জেরুজালেমে দু’টি বাসস্ট্যান্ডে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ১
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৪:৫১
জেরুজালেমের উপকণ্ঠে দু’টি বাসস্ট্যান্ডে পৃথক বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন। বুধবারের এই বিস্ফোরণের সঙ্গে ফিলিস্তিনিরা জড়িত বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র এলি লেভি আর্মি রেডিওকে বলেছেন, শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের কারণে প্রথম বিস্ফোরণ ঘটেছে। জেরুজালেমে অনেক বছর ধরে এ ধরনের সমন্বিত হামলার ঘটনা দেখা যায়নি।
আর্মি রেডিও বলেছে, বিস্ফোরক ডিভাইস ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর মধ্যে অন্তত একটিতে পেরেক ছিল; যাতে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, প্রথম বিস্ফোরণের স্থান থেকে ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে শারে জেদেক মেডিক্যাল সেন্টার কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স, বিবিসি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ইসরায়েল জেরুজালেম বোমা বিস্ফোরণ নিহত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।