পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় জেনিনে আট ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৪৬
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। জেনিনে মৃতদের মধ্যে একজন বয়স্ক নারীও রয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি সেনাদের। সেখানে গুলি ছোড়ে তারা। আটজন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।
আরও পড়ুন : পঞ্চগড়ে চাষ হচ্ছে নানা জাতের বিদেশি সবজি
ফিলিস্তিনি দল হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা জেনিনে ইসরায়েলি সেনাদের সাথে লড়াই করছে। সম্প্রতি পশ্চিম তীরে তথাকথিত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের নামে বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।
২০২২ সালে ইসরায়েলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
সূত্র: আল জাজিরা
বিষয়: ফিলিস্তিন জেনিন ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনি নিহত newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।