রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ভারতে আগুন লেগে ২৫ ঘুমন্ত যাত্রীর মৃত্যু

ফারহানা মির্জা | প্রকাশিত: ১ জুলাই ২০২৩, ১৯:৪৮

ছবি:সংগৃহিত

আহত হয়েছে অন্তত ৮ জন। শনিবার (১জুলাই)সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটেকর্মকর্তারা জানিয়েছেন, পুনে যাওয়ার পথে বুলধানা জেলায় আগুন লেগে এ ঘটনা ঘটে। এসময় প্রায় ৩৩ জন লোক বাসে ছিলেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ হিসেবে পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটিতে আগুন ধরে যায়। বাসটি দরজার পাশে উল্টে যাওয়ায় কেউ বের হতে পারেনি।

ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেন, বাসটি একটি টায়ার ফেটে খুঁটির সাথে ধাক্কা লাগায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার সুনীল কাদাসানে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। মরদেহগুলো শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।

এদিকে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা দেন। সরকারি খরচে আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top