বিদ্রোহীদের দখলে এবার মিয়ানমারের মায়াওয়াদ্দি শহর

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪, ১৫:২৫

ছবি: সংগৃহীত

ফের বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

তিন বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছে আরও একটি বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে। এবার থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ একটি শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা।

বিবিসি জানিয়েছে, দেশটির পূর্ব সীমান্তের শহর মায়াওয়াদ্দি দখলে নিয়েছে বিদ্রোহীরা। একইসাথে সেখানকার কয়েকশো সৈন্য বিদ্রোহী বাহিনী ‘কারেনে’র কাছে আত্মসমর্পণ করেছেন।

মিয়ানমার ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে। এরপর থেকেই জাতিগত কারেন জনগোষ্ঠীর জন্য স্বশাসনের দাবিতে লড়াই করে আসছে কারেন ন্যাশনাল ইউনিয়ন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতা দখল করেন।

এর পর থেকে একাধিক ফ্রন্টে বিদ্রোহ দমনে হিমশিম খেতে হচ্ছে জান্তা সরকারকে। ১৯৬২ সালের পর জান্তাকে এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top