ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে নিহত বেড়ে শতাধিক

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ জুলাই ২০২৪, ১৩:০৮

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের হাথরসের এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার সকালে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। তবে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম এফআইআরে নেই। এফআইআরে শুধুমাত্র অনুষ্ঠানের আয়োজকদের নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) হাজার হাজার মানুষ হথরসের রাতি বানপুর গ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাদের জন্য বিশেষ সামিয়ানা টানানো হয়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অনুষ্ঠানস্থলে প্রথমে দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় সাধারণ মানুষ অস্বস্তি অনুভব করেন। এরপর তারা সেখান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে। পুলিশ আরও জানিয়েছে, যেখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে আজকের আবহাওয়া বেশ গরম এবং আদ্র ছিল।

আলীগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সালাব মাথুর বলেছেন, দুর্ঘটনাস্থলে ধর্মগুরু ভোলাবাবার ‘সৎসঙ্গের’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভক্তরা সমবেত হতে সেখানে অস্থায়ী অনুমতি প্রদান করা হয়েছিল।

ভয়াবহ এই পদদলন থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই মানুষ তাড়াহুড়া করে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক তখনই পদদলনের ঘটনা ঘটে।

তিনি বলেছেন, অনেক ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না এবং একজন আরেকজনের উপর পড়ে যায়। এতে করে পদদলনের ঘটনা ঘটে। আমি যখন বের হওয়ার চেষ্টা করি তখন দেখি বাইরে মোটর সাইকেল পার্ক করা আছে। যা আমার পথকে আটকে দেয়। অনেকে অজ্ঞান হন বাকিদের মৃত্যু হয়। কীভাবে এ ঘটনা ঘটল এখন সেটি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top