রাশিয়া সফর নিয়ে মোদির কড়া সমালোচনায় জেলেনস্কি

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ জুলাই ২০২৪, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলেনস্কি। 

সোমবার (৮ জুলাই) মোদি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, সেইদিনই ইউক্রেনে রুশ হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ নিয়ে মোদিকে এক হাত নেন জেলেনস্কি।  খবর সিএনএনের। 

মস্কোতে মোদির এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর করে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।  সিনএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মস্কোতে সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে দেখা করেন মোদি। সেখান থেকে ৯০০ কিলোমিটার দূরেই কিয়েভে হামলা হয়েছে।   

 

কিয়েভে গতকালের রুশ হামলা নিয়ে মঙ্গলবার ভাষণেও কোনো মন্তব্য করেননি মোদি। তবে মোদি এদিন ভারত ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তার প্রশংসা করেছেন।  

মোদির কড়া সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখে বিশাল হতাশায় আমি।’

মঙ্গলবার মস্কোতে ভারতীয় প্রবাসীদের সাথে বক্তৃতা করার সময় মোদি ইউক্রেনে রুশ আক্রমণের বিষয়ে কোন বক্তব্য দেননি। তবে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। “ভ্রমণ ও ব্যবসার সুবিধার্থে” রাশিয়ার শহর ইয়েকাটেরিনবার্গ এবং কাজানে দুটি নতুন কনস্যুলেট খোলার ঘোষণাও দিয়েছেন মোদি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরো মাত্রার অভিযানের ঘোষণা দেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি মোদির দেশটিতে প্রথম সফর। আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৮৬৫তম দিন চলছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top