ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১৯:৩৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শেহবাজ সরকার পিটিআই’র বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহী কার্যক্রম’র অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তবে পিটিআইয়ের অস্তিত্ব দিয়ে তা করা যাবে না, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে।দলটির বিরুদ্ধে ‘বিশ্বাসযোগ্য প্রমাণের’ আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুাষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি।

অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান। গতকাল শনিবার এ বিষয়ে রায় দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত কারার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়। কয়েকটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। এসব মামলার মধ্যে বুশরা বিবির সঙ্গে বিয়ে সংক্রান্ত মামলা একটি।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। এটা তার তৃতীয় বিয়ে। এই বিয়ের জন্য গত বছর ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা। মামলায় মানেকা অভিযোগ করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার (ইদ্দত) না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি।

ইসলামাবাদের ডিস্ট্রিক্ট সেশন আদালত বলেছেন, ‘ইমরান খান ও বুশরা বিবি উভয়ের আপিল গ্রহণ করা হয়েছে।’ খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র কর্মকর্তা জুলফি বুখারি বলেন, অভিযোগগুলো খারিজ করা হয়েছে। তবে এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান। আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top