৫০ ফিলিস্তিনি নিহত, গাজায় আবারও ইসরায়েলের হামলা

মেহেদী হাসান | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১৫:৪১

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েল আবারও অতর্কিত বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায়। দেশটির মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় নিহত হয়েছে ৫০ জনের বেশি। আহত হয়েছে শতাধিক। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার (২৭ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্যাঞ্চলীয় গাজার দেইর এল-বালাহতে খাদিজা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০ জন নিহত হয়। অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, স্কুলে নিহতদের মধ্যে ১৫ জন শিশু এবং ৮জন নারী। এছাড়া হামলায় আহত হয়েছে শতাধিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘ইসরায়েলি বাহিনী আরও পশ্চিমে যাওয়ার চেষ্টা করছে। তারা ইবনার প্রান্তে রয়েছে, যা ঘনবসতিপূর্ণ। তারা এখনও এটি আক্রমণ করেনি।’

তিনি রয়টার্সকে আরও বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি, এবং আমরা দেখছি যে সেনারা আক্রমণ করেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠছে।’

তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলীয় খাদিজা স্কুলের ভেতরে হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্কুলটি ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল। স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল। আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিকদের সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল।

এর আগে, দেশটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার মন্ত্রণালয় জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েল-হামাসের যুদ্ধে এখন পর্যন্ত নিহত বেড়ে ৩৯ হাজার ২৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি ফিলিস্তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top